সংবাদপত্র পড়ার গুরুত্ব। কেন নিয়মিত সংবাদ পত্র পড়া উচিৎ। The importance of reading newspapers. Read the newspaper every day.

 


                                         সংবাদপত্র

 

সূচনাঃ সংবাদপত্র এমন একটি কাগজ যা আমাদের নিকট সংবাদ বয়ে আনে। দেশে ও বিদেশে কি ঘটছে এটি আমাদেরকে তা বলে দেয়। এটিকে  জ্ঞান ও তথ্য ভান্ডার বলা হয়।

 

ইতিহাসঃ  চায়না ছিল প্রথম দেশ যে সংবাদ পএ প্রথম শুরু করে । ইন্ডিয়ান গেজেট ছিল আমাদের উপমহাদেশের প্রথম ছাপানো সংবাদ পত্র। ১৭৭৪ সালে এটি প্রকাশিত হয়েছিল।

 

সংবাদ পত্রের প্রকারভেদঃ বিভিন্ন রকমের সংবাদ পত্র রয়েছে। সেগুলো হলো  দৈনিক, সাপ্তহিক, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি। দৈনিক সংবাদপত্র দেশ-বিদেশের প্রতিদিনের ঘটনা ধারন করে। অন্যান্য পত্রিকাগুলো গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করে। দৈনিক, ইত্তেফাক, দৈনিক, বাংলা, ইনকিলাব, যুগান্তর, প্রথম আলো, সংবাদ, বাংলাদেশ অবজারভার প্রভৃতি হচ্ছে বাংলাদেশের প্রধান দৈনিক সংবাদপত্র।

 

উপকারিতাঃ আমাদের কাছে সংবাদপত্র খুবই উপকারী। এটি ছাড়া আমরা আধুনিক বিশ্বের চিন্তা করতে পারি না । এটি পৃথিবীর পরিধি কমিয়ে  দিয়েছে। এটি মানুষের মত প্রকাশে সহায়তা করে। এর বেশ শিক্ষণীয় মূল্যও রয়েছে। সংবাদপত্রের মাধ্যমে আমরা যে কোন দেশের বাজারের অবস্থা, খেলাধুলা, রাজনৈতিক অবস্থা ইত্যাদি জানতে পারি।

 

অসুবিধাঃ সংবাদপত্র দোষমুক্ত নয়। এর কিছু দোষও রয়েছে। মাঝে মাঝে এটি মিথ্যা সংবাদ পরিবেশন করে। এটি জনগনের অনুভূতিকে উত্তেজিত করে।

 

উপসংহারঃ সংবাদপত্র ছাড়া আমরা একটি দিনের কল্পনাও করতে পারিনা। আমরা সংবাদপত্র যতই পড়ি, ততই জ্ঞান অর্জিত হয়। তাই প্রত্যেকের নিয়মিত সংবাদপত্র পড়া উচিত।

Post a Comment

1 Comments