কিভাবে ইউপিএস UPS- কাজ করে, ইউপিএস UPS- এর ব্যবহার কিভাবে করবেন? How does UPS work, how to use UPS?

 


আমরা যখন কম্পিউটারে বিশেষ কোন কাজ করি, যেমন: উইন্ডোজ সেটাপ অথবা ভিডিও এডিটিংয়ের মত গুরুত্বপূর্ণ কাজ আর ঠিক তখন যদি বিদ্যুৎ চলে যায় তখন সব কাজ এক নিমিসেই নষ্ট হয়ে যায়। আর আমরা তখন খুব কষ্ট পাই এবং খুব আফসোস করতে থাকি। তাই এ ধরনের জামেলা এড়াতে আমাদের প্রয়োজন একটি ভালোমানের ইউপিএস (UPS).

ইউপিএস (UPS)-এর পূর্ণ নাম হল Uninterruptible Power Supply। এটি বিশেষ এক ধরনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে গৌণ সঞ্চায়ক কোষ বা ব্যাটারিতে বিদ্যুৎশক্তি জমা করে রাখে। ফলে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এতে থাকা বিদ্যুৎ কম্পিউটারে বিদ্যুৎশক্তি সরবরাহ করে। সরবরাহ বন্ধ হওয়ার এক থেকে দুই মিলিসেকেন্ডের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

কম্পিউটারের সাথে ইউপিএস (UPS) ব্যবহার করা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে ইউপিএস (UPS)-এ থাকা বিদ্যুৎ কম্পিউটারকে সচল রাখে।




ফলে ব্যবহারকারীগণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর ইউপিএস (UPS)-এর সাহায্য নিয়ে পরিচালিত কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডেটাসমূহ এ সময়ের মধ্যে সংরক্ষণ করতে পারে। স্বাভাবিক অবস্থায় কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহের জন্য সংযাগ ব্যবস্থা ইউপিএস (UPS)-এর মধ্যে দিয়েই করা হয়, যেন সরবরাহ বন্ধ হওয়া মাত্রই ইউপিএস(UPS) তার কাজ শুরু করতে পারে।

বাজারে বিভিন্ন রকম ইউপিএস (UPS) পাওয়া যায়। এগুলো ৫/১০ মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারে।

ইউপিএস এর কাজ কি
ইউপিএস বা Uninterruptable Power Supply এমন একটি ডিভাইস, যা বিদ্যুৎ থাকা চলাকালীন সময়ে নিজে চার্জ হয় এবং এসি লাইন হতে লোড চলতে দেয়, আবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে চার্জিত বিদ্যুৎ থেকে লোডকে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকে।

ইউপিএস ব্যবহার উপকারিতা
কম্পিউটার, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি ইলেকট্রিক ডিভাইসে নিরবচ্ছিন্ন পাওয়ার সরবরাহের জন্য এবং ভোল্টেজ রেগুলেশন, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ থেকে যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য ইউপিএস ব্যবহৃত হয়।

Post a Comment

3 Comments