লকডাউন শেষ ১৪ই জুলাই : যে কারনে বৃহস্পতিবার থেকে 'কঠোর লকডাউন' আর থাকবে না [Merchant Technology] 2021

 


বাংলাদেশ সরকার  আজ মঙ্গলবার একটি ঘোষনায় জানিয়েছেন, ঈদুল আযহা উদযাপনের জন্য চলমানলকডাউন” শিথিল করা হয়েছে।

 

১৪ই জুলাই মধ্যরাত থেকে ২৩শে জুলাই ভোর ৬টা পর্যন্ত সব ধরণের বিধিনিষেধ (লকডাউন) শিথিল থাকবে।

 

কারণ হিসেবে সরকার বলছেন, অর্থনৈতিক সব কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবার, ২৩শে জুলাই ভোর ৬টা থেকে ৫ই আগস্ট রাত ১২টা পর্যন্ত নতুন করে কঠোর (লকডাউন) আরোপ করা হয়েছে।

 


সরকার বলছে ঈদুল আযহাকে সামনে রেখে লকডাউন শিথিল করা হয়েছে।

গরু,  মহিষ, উট, ছাগল,ভেড়া, ইত্যাদি কোরবানির পশু হাটে-বাজারে বেচা-কেনা চলবে।

ওই সময়ে জনগণকে মাস্ক পরা এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ সময় জনসাধারণের যাতায়াতে বাধা থাকবে না, এবং ঈদ সামনে রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবেন সকল ব্যবসায়ীরা।

 

 

Post a Comment

1 Comments