Singer Non- Stick Coating Soleplate Dry Iron - বাংলা Blog ||Merchant Technology||

 


হ্যালো বন্ধুরা আসসামু-আলাইকুম। সবাইকে মার্চেন্ট টেকনোলজি Blog টির পক্ষ তেকে স্বাগতম। বন্ধুরা আজ আপনাদের কে জানাবো সাধ্যের মধ্যে সিংগার(SINGER) এর এই  Dri Iron টির সম্পর্কে। যার Model: SREI-SID-ED2432-LI. Singer একটি  Trusted International Brand. এই  Iron  ম্যাশিনটি আমি কিনেছি Singer Show Room  থেকে । প্রতিষ্ঠানটি অবস্থিত জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়।

বন্ধুরা, এখন আপনাদের সাথে আলোচনা করবো এটির প্রাইজ ও এর গুনগত মান সম্পর্কে –

Sringer Non Stick 1200W  Iron ম্যাশিনটির দাম ১০৫০ টাকা ও ১ বছরের ওয়ারেন্টি । আপনারা চাইলে দেশের যেকোন  Singer Show Room থেকে এটি কিনে নিতে পারবেন। দৈনন্দিন জিবনে এধরনের   Iron ম্যাশিন খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। পরিবারের ছোট-বড় সকলের কাপড়ের সৌন্দর্য্য  বজায় রাখতে এমন একটি Iron খুবই প্রয়োজন।  Singer এর Iron ম্যাশিনটি  Non Stick  হওয়ায় উচ্চ তাপমাত্রায়ও কাপড় পুড়ে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। অনেক কাপড়  Iron  করার সময় পানি ছিটানোর প্রয়োজন হয়, Singer এর এই  Iron ম্যাশিনটিতে Water Spray Fanction  থাকায় রয়েছে পানি Sprey  করার সু-ব্যবস্থা। চলুন দেখে নেই কিভাবে পানি  Spray  করবেন।youtube

 

Post a Comment

0 Comments