কম্পিউটার
আমরা বিজ্ঞানের জগতে বাস করছি। আধুনিক সভ্যতার
বিজ্ঞান খুবই গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে। এখন এটা মানবসভ্যতাকে সুউচ্চ শিখরে তুলে ধরেছে। দীর্ঘদিন
ধরে আমরা সিনেমা,রেডিও,টেলিভিশন,টেলিগ্রাফ,টেলিফোন,এক্সরে এবং আরও কিছুর সুবিধা ভোগ
করে আসছি। কিন্তু বর্তমানে আমরা বিজ্ঞানের আরেকটি বিস্ময়কর আবিষ্কারের সুবিদা ভোগ করছি। এটা মানব মস্তিস্কের বিকল্প হিসেবে কাজ চালিয়ে আসছে
। এ যন্ত্রের নাম কম্পিউটার ।
গণিতের একজন ব্রিটিশ অধ্যপক চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্করের
কৃতিত্ব অর্জন করেছেন। মূলত একটি কম্পিউটারের তিনটি প্রধান অংশ (১) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট , (২) ইনপুট ডিভাইস, (৩) আউটপুট
ডিভাইস। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মস্তিস্ক।
কম্পিউটার দুই প্রকার - এনালগ
ও ডিজিটাল। একটি ডিজিটাল কম্পিউটার বিভিন্ন কাজ করতে পারে। আজকাল কম্পিউটার বলতে ডিজিটাল
কম্পিউটারকে বোঝায়।
প্রশ্নবলি বিভিন্ন সিগন্যালের সংকেত যে মাধ্যমে সাজানো
হয় এবং যন্ত্রে প্রেরণ করা হয়। এই সিগন্যালিংকে প্রোগ্রাম বলা হয়। বিভিন্ন প্রোগ্রামের ভাষা বিভিন্ন কম্পিউটারে ব্যবহার ব্যবহৃত হয়।
কম্পিউটার এখন মানুষকে অসংখ্য উপায়ে সাহায্য করে। এটা সঠিক
ভাবে অংক কষে। এটা সাহিত্য অনুবাদ করতে পারে। কম্পিউটার বিজ্ঞানিদেরকে মহাশূ্ন্য জয় করার জন্য সাহায্য প্রদান করছে।
কম্পিউটার হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি আশির্বাদ । বর্তমানে
আমরা এটি ছাড়া এক মুহূর্তও চলতে পারি না । এর গুরুত্ব বিবেচনা করে আমাদের সকল স্কুল
ও কলেজে কম্পিউটারের উপর প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা উচিত।
1 Comments
Very good
ReplyDelete