মুক্তিযুদ্ধের স্মৃতির স্মারক মুক্তিযুদ্ধ জাদুঘর Merchant Technology

                

 


                                        মুক্তিযুদ্ধ জাদুঘর

 

সূচনাঃ  মুক্তিযুদ্ধ বাঙ্গালি জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐাতহ্যকে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা জানানোর জন্য সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

জাদুঘরের প্রতিষ্ঠাঃ  ১৯৯৬ সালের ২২ শে মার্চ ঢাকাস্থ সেগুনাবাগিচার একটি দোতলা ভবনে প্রতিষ্ঠা করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁতে শেরেবাংলা নগরে অবস্থিত। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রন্ত তথ্য, প্রমাণ, বস্তুগত নিদর্শন, রেকর্ডপএ ও স্মারকচিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের সুব্যবস্থা করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে।

জাদুঘরের অবকাঠামোঃ    মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশপথের মুখেই রয়েছে ‘শিখা চির অম্লান’ ।  তারকা আকৃতির একটি বেদির ওপর জ্বলছে অনির্বাণ শিখা।

 

দোতলা বিশিষ্ট মুদক্তযুদ্ধ জাদুঘরের মধ্যে  রয়েছে  ছয়টি গ্যালারি :  নিচ তলায় তিনটি ও দোতলায় তিনটি।

১ম গ্যালারিঃ  প্রথম গ্যালারির নিদর্শনগুলো দুটি পর্বে  বিন্যস্ত ।প্রথম পর্বে প্রদর্শিত হয়েছে বাংলা হাজার বছরের । ঐতিহ্য ও সংস্কৃতি । যেমনঃ   সিলট  প্রাপ্ত  ফসিল,                            পাহাড়পুরের সোমপুর বিহারের মডেল  ভুটান থেকে পাওয়া শ্রীজ্ঞান অতীশ দীপস্করের মূর্তি, বাগেরহাটের বিখ্যাত ষাটগম্বুজ মসজিদের মডেল সহ বিভিন্ন মসজিদের টালির নিদর্শন এবং মন্দিরের পোড়ামাটির কারুকাজ । এসবের পাশাপাশি এখানে রয়েছে নানা সময়ের মুদ্রা,  তালপাতার লিপি ও তুলট কাগজে লেখা মনসামঙ্গল কাব্যের অংশবিশেষ।

দ্বিতীয় পর্বে   প্রদর্শিত হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রামের চিত্র। নবাব সিরাজউদ্দৌলা যেখানে পরাজিত হয়েছিলেন সেই পলাশীর আম্রকাননের  মডেল; সিরাজউদ্দৌলা, টিপু সুলতান, তিতুমির, রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি; ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, যতীন্দ্রনাথ মুখার্জি, মওলানা মোহাম্মদ আলি ও শওকত আলীর ফটোগ্রাফ।

২য় গ্যালারিঃ  দ্বিতীয় গ্যালারিতে তুলে ধরা হয়েছে পাকিস্তান আমলের ইতিহাস। ১৯৫২‘র ভাষা আন্দোলন,‘ ৫৪র সাধারণ নির্বাচন, ‘৫৮র সামরিক শাসন, ‘ ৬২র সামরিক শাসনবিরোধী আন্দোলন, ‘ ৬৬র ছয় দফার আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ‘৬৯র গণ-অভ্যুত্থান, ’৭০-এর ভয়াবহ জলোচ্ছাস ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দলিল, ছবি ও স্মারক।

৩য় গ্যালারিঃ   তৃতীয় গ্যালারিতে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, ২৫ শে মার্চ’’’’’’’ রাতে সংঘটিত গণহত্যা, স্বাধীনতার ঘোষণা, প্রাথমিক প্রতিরোধ, প্রবাসী সরকার সংক্রান্ত ছবি ও শরণার্থীদের জীবনচিত্র।

২য় তলাঃ দোতলা তিনটি গ্যালারি  ১. প্রথমটিতে রয়েছে, পাকবাহিনীর নিষ্ঠুরতার বিভিন্ন ছবি, শহীদ মুক্তিযোদ্ধা, প্রাথমিক প্রতিরোধ, প্রবাসী সরকার এবং সেক্টর কমান্ডারদের নানা তৎপরতার তথ্য ও ছবি । ২. পরেরটিতে আছে প্রতিরোধের লড়াই, গেরিলাযুদ্ধ, নৌ-কমান্ডো, বিমানবাহিনী, স্বধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন’’’’’’’’ , রাজাকার-দালারদের ভূমিকা এবং সশস্ত্র যুদ্ধের ছবি, স্মারক ও বিবরণ।  ৩. সর্বশেষে’’’’ রয়েছে গণহত্যা, শহীদ মুক্তিযুদ্ধা, বীরশ্রেষ্ঠ, শহীদ বুদ্ধিজীবী, চূড়ান্ত লড়াই এবং মুক্তিযুদ্ধের বিজয় সম্পৃক্ত বিভিন্ন স্মারক, বিবরণ ও ছবি।

জাদুঘর

 

Post a Comment

1 Comments