১. ঈদ মানে হাসি,
ঈদ মানে আসা,
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাদের
হাসি,
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে
ভাসি।
---------- ঈদ মোবারক।
২. বন্ধু তুমি
অনেক দুরে, তাই তোমার কথা মনে পড়ে।
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপন জনের হাসিতে।
----------
ঈদ মোবারক।
৩. নতুন পোশাক
পরে নিও, বেশি করে ঈদের সেলামি নিও,
সেমাই খেও
পেট ভরে, ঘুরাফেরা করো মন ভরে,
ঈদ মোবারক
বলো প্রান খুলে।
----------
ঈদ মোবারক।
৪. শুভেচ্ছা রাশি রাশি, গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই, এন টিভি না চ্যানের আই।
রিলাক্স না বিজি, শাড়ি না শার্ট?
Wishing from heart.
---------- ঈদ মোবারক।
৫. চাদ উটেছে ফুল
ফুটেছে দেখবি কে কে আয়।
নতুন চাদেঁর
আলো এসে পড়লো সবার গায়।
----------
ঈদ মোবারক।
৬. রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগল মনে, নাচবে
এ মন ক্ষনে ক্ষনে।
----------
ঈদ মোবারক।
৭. সারাদেশে চলছে
ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার
কষ্টের মাঝেও একটু খানি হাসি।
----------
ঈদ মোবারক।
৮. কষ্টের আড়ালে
সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবণের প্রতিটা
সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারক।
----------
ঈদ মোবারক।
৯. দিনে গরম রাতে
শীত সামনে আসছে কুরবানির ঈদ।
সেমাই, পোলাও,
মাংসের ঝোল, খাইতে তুমি করোনা ভুল।
ঈদে থেকো হাসি
খুশি, সবাই কে রেখো পাশাপাশি।
অগ্রিম ঈদ
মোবারক।
----------
ঈদ মোবারক।
১০. ঈদ মানে আকাশের
নতুন চাঁদ, ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ,
ঈদ মানে মেহেদী রাঙ্গা হাত,
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত।
---------- ঈদ মোবারক।
১১. শুভ ক্ষন শুভ
দিন, মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দুরে রাখো, স্বপ্ন
গুলো পূরণ করো,
নতুন ভালো স্বপ্ন দেখ, আমার
কথা মনে রেখ।
---------- ঈদ মোবারক।
১২. ভাবছি একটা কথা বলবো, কিভাবে শুরু করি ভেবে পাচ্ছি
না
তবুও বলতে হয় দুস্ত, ঈদের দিনে
তোর বাড়িতে খাবো কিন্তু গুস্ত।
---------- ঈদ মোবারক।
১৩. ঈদের দিনে পায়েস
খাব, খাব গরুর গুস্ত,
ঘুরকে যাবো
তোকে নিয়ে আসিস কিন্ত দুস্ত।
----------
ঈদ মোবারক।
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। প্রতিদিনের ন্যায় নিয়মিত ধারা বর্ননায় আমি আরমিন সওদাগর আছি আপনাদের সেবায়। ধন্যবাদ আবারও ।
-------- আর্কশনীয় আরও সেরা আর্টিকেল পেতে চলে আসুন আমাদের পেজে।
0 Comments