সব চেয়ে সেরা ঈদের ১০ টি এস এম এস (10 best Eid SMS)

 



১.     যেদিন দেখবো ঈদের চাঁদ, খুশি মনে কাটাব রাত।

        নতুন সাজে সাজবো সেদিন, আনন্দে কাটাবো সারা রাত।

        -------------------- ঈদ মোবারক।

 

২.     নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।

        নতুন রাত বাকা চাঁদ । রঙ্গীন হোক ঈদের রাত।

        -------------------- ঈদ মোবারক।

 

৩.     আজ দুঃখ ভুলার দিন, আজ মন হবে রঙ্গীন।

আজ প্রাণ ভরে শুধু গান হবে, আজ সুখ হবে সীমাহীন।

-------------------- ঈদ মোবারক।

 

৪.     ঈদ শুভেচ্ছা রাশি রাশি, মনে রেখ হাসি খুশি।

        গুস্ত খেয়ো বেশি বেশি, মিস করো না মুরগি খাসি।

        দাওয়াত রইল আমার বাড়ি, চলে এসো তারাতারি।

        -------------------- ঈদ মোবারক।

 

৫.     স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আসা পূরণ হোক।

        দুঃখ দূরে যাক, সুখে জীবণ ভরে যাক।

        জীবণটা হোক ধন্য, ঈদ মোবারক তোমার জন্য।

        -------------------- ঈদ মোবারক।

 

৬.    ঈদ মানে হাসি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলিয়ে দেবে সকল বিবাদ দ্বন্দ।

        ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ঈদের মতই তোমাদের জীবন হোক দিপ্তীময়।

        -------------------- ঈদ মোবারক।

 

৭.     আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।

বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুন নেমে।

        -------------------- ঈদ মোবারক।

 

৮.     আজকে খুশির বাধঁ ভেঙ্গেছে, ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।

        শাওয়ালের চাঁদ ঐ ওকি দিয়েছে, সবার ঘরে আজ ঈদ এসেছে।

        -------------------- ঈদ মোবারক।

 


৯.     মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন।

        কাপড়-চুপড় কিনে নিন। গরীব দুঃখীর খবর নিন।

        দাওয়াত রইল ঈদের দিন।

        -------------------- ঈদ মোবারক।

 

১০.   শুভ রজনী, শুভ দিন, রাত পেরোলেই ঈদের দিন।

        উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতি দিন।

        দাওয়াত রইল ঈদের দিন।

        -------------------- ঈদ মোবারক।

 

১১.    তোর ইচ্ছা গুলো উড়ে বেড়াক পাকনা দুটি মেলে,

        দিন গুলি তর যাক না কেটে এমনি হেসে খেলে।

        অপূর্ণ না থাকে যেনো তর কোন সূখ।

এই কামনায় আজই যানাই ঈদ মোবারক।

-------------------- ঈদ মোবারক।

 

 

১২.   দুরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে,

মন ছুটে যাক তোমার টানে, নয়া চাদেঁর আগমনে, কাটুক খুশি সবার মনে।

-------------------- ঈদ মোবারক।


আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। প্রতিদিনের ন্যায় নিয়মিত  ধারা বর্ননায় আমি আরমিন সওদাগর আছি আপনাদের সেবায়। ধন্যবাদ আবারও 

--------  আর্কশনীয় আরও সেরা আর্টিকেল পেতে চলে আসুন আমাদের পেজে

 

Post a Comment

1 Comments