ভালোবাসার সেরা ১০ টি এস এম এস (Top 10 SMS of love)

 



 

১.      আতা গাছে তোতা পাখি,

বিড়াল ডাকে মিউ,

আমি তোমায় ভালোবাসি- আই লাভ ইউ।

 

২.     আচ্ছা আমি যদি তোমাকে বলি,

 আমি তোমায় ভালোবাসি,

 তাহলে কি তুমি অনেক রাগ করবে?

 

৩.     কোটি টাকার বাড়ীর ভেতরেও শান্তি থাকে না!

কারণ, সেখানে ভালোবাসা নামক জিনিসটি নেই।

 

৪.     গাছ তলাতে থেকেও শান্তি আছে!

        কারন, যদি সেখানে ভালোবাসা কোনায় কোনায় পূর্ণ থাকে।

 

৫.     প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস।

        তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

 


৬.    অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন।

        সবাই ভালোবাসি বলতে পারে।

        কিন্তু, সবাই অপেক্ষা করে ভালোবাসা প্রমান করতে পারে না।

 

৭.     প্রদীপ জালিয়ে রেখো, আধার কেটে যাবে।

        চোখ বুজে রাখো, স্বপ্ন দেখতে পাবে।

        মন খুলে রাখো, সুখ উড়ে আসবে।

        হৃদয় দিয়ে রাখো, তোমার মাঝে আমাকে দেখতে পাবে।

 

৮.     প্রশ্ন যতই হোক, উত্তর তুমি।

        রাস্তা যেটাই হোক, লক্ষ্য তুমি।

        কষ্ট যতই হোক, সুখ তুমি।

        তোমার সাথে যতই রাগ করি না কেন,

        তবুও আমার প্রিয় ভালোবাসা তুমি।

 

৯.     সোহাগের সঙ্গে রাগ না মেশালে ভালোবাসার স্বাদ থাকে না-

        তরকারিতে লঙ্কা মরিচের মতো।

 

১০.   এলোমেলো হয় হোক না আমার এ জীবণ।

        তোমার ঐ চখে করেছি আত্বসর্মপণ।

        শুধো তুমি আমায় ভালোবাসো অল্প কিছুক্ষণ।

 

আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। প্রতিদিনের ন্যায় নিয়মিত  ধারা বর্ননায় আমি আরমিন সওদাগর আছি আপনাদের সেবায়। ধন্যবাদ আবারও

--------  আর্কশনীয় আরও সেরা ভালোবাসার এস এম এস  পেতে চলে আসুন আমাদের পেজে

 

 

Post a Comment

0 Comments